নভেল করোনার সতর্কীকরণ বন্ধে উপায় কি? জেনে নিন

নভেল করোনার সতর্কীকরণ বন্ধে উপায় কি? জেনে নিন

    নতুন গতি প্রতিবেদক : ইদানিং ফোন করলেই শুনতে হচ্ছে নভেল করোনাভাইরাসের সতর্কীকরণ। ফোন করলেই এই সতর্কীকরণ বিরক্তির কারণ হচ্ছে সাধারণ মানুষের কাছে। প্রথমে বেশ কিছুক্ষণ ধরে এই কলার টোন বাজার পরেই ফোনের রিং শুরু হচ্ছে। তার ফলে ইমার্জেন্সি আর্জেন্ট কল থাকলেও কাশির আওয়াজ দেওয়া করোনাভাইরাসের সতর্কীকরণ শুনে বিরক্তি অনুভব করছেন মানুষ। একবার ফোন করার পর দ্বিতীয়বার ফোন করলে অস্বস্তি অনুভব হচ্ছে অাবার সেই একই কথা শোনার জন্য। ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত মানুষকে সচেতন করার জন্য ফোনে কলারটিউন আকারে করোনাভাইরাসের সতর্কীকরণ পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে।

    সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বহু রকমের জোকস্ও তৈরি হয়েছে। আর আপনি এই কাশির আওয়াজ শুনলেই বিরক্ত অনুভব করছেন। জেনে নিন কীভাবে বন্ধ করবেন কাশির আওয়াজ দেওয়া সতর্কীকরণ। কাশির অাওয়াজ শুনতে পেলেই আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন অপারেটর হন, তাহলে প্রেস করুন যে কোনও ফোন নম্বরের কি। তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে সতর্কীকরণের কলার টোন। আর যদি কিপ্যাড ফোন ইউজ করেন সেক্ষেত্রে # কি প্রেস করলেই বন্ধ হয়ে যাবে সতর্কীকরণ এর কলার টোন। তাই এবার নিজের সুবিধা মতো যত ইচ্ছে ফোন করুন।