|
---|
জলপাইগুড়ি: জলপাইগুড়িতে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা,এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
এই বছর পৌরসভা নির্বাচনে দুর্দান্ত সাফল্য লাভ করেছে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস। ২৫টি আসনের মধ্যে ২২টি আসনে জয় লাভ করেছে তারা।
জলপাইগুড়ি ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী দাস সরকার, তার স্বামীর নাম শান্তনু সরকার। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন শান্তনু বাবু। তাকে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার সাথে দেখা করতে আসেন জলপাইগুড়ি তৃণমূল যুব সভাপতি সৈকত চৌধুরী সহ শীর্ষ নেতৃত্ব।
এ প্রসঙ্গে পৌষালী জানান তার স্বামীকে আত্মহত্যার প্ররোচনা দাওয়া হয়েছে। এই বিষয়ে দলকে জানানো হবে। তিনি অভিযোগ করেছেন দলেরই কয়েকজন তার স্বামীকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন।