|
---|
নিজস্ব সংবাদদাতা : নাবালিকা প্রেমিকাকে বিয়ে। পুলিস ও পরিবারের ভয়েই কি চরম সিদ্ধান্ত? রেল লাইন থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার প্রেমিক যুগল। হাসপাতালে নিয়ে গেল প্রেমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি নাবালিকা।
রবিবার সকালে কামারকুণ্ডু ও বলরামবাটি স্টেশনের মাঝের রেল লাইন থেকে, আশঙ্কাজনক অবস্থায় প্রেমিক যুগলকে উদ্ধার করে রেল পুলিস। প্রথমে তাঁদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রেমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাবালিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। মৃত প্রেমিকের নাম মিলন বারিক, বয়স ২২। বাড়ি হুগলীর হরিপালের সহদেব গ্রাম পঞ্চায়েত এলাকার বোড়াইপুর শিবতলা এলাকায়।
জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই মিলনের সঙ্গে প্রতিবেশী এক নাবালিকার প্রেমের সম্পর্কে গড়ে উঠেছিল। গত বৃহস্পতিবার বাড়ির অমতেই মিলনের হাত ধরে বেরিয়ে যায় সে। এরপর দু’জনে বিয়ে করে ফেলে। মেয়েটির পরিবারের তরফে, হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ছেলেটির বাবাকে আটক করে পুলিস। স্থানীয় সূত্রে খবর, শনিবার দু’জনেই বাড়ি ফিরে এসেছিল। কিন্তু রাত দশটার পর থেকে তাদের ফোন বন্ধ হয়ে যায়। রবিবার সকালে রেল লাইন থেকে তাদের উদ্ধার করে রেল পুলিস।