লালগড় থানার সৌজন্যে পুলিশের সামাজিক দায়িত্ববোধের নিদর্শন সামনে এলো

নিজস্ব সংবাদদাতা: খাকি উর্দিধারীদের প্রধানত আইন ব্যবস্থা বজায় রাখার কাজে দেখা যায়। কিন্তু লালগড় থানার সৌজন্যে পুলিশের সামাজিক দায়িত্ববোধের নিদর্শন সামনে এলো। নিজেদের হাতে বেহাল রাস্তা সারাই করলেন পুলিশকর্মীরা।ঝাড়গ্রাম জেলার শেষ প্রান্ত। লালগড় থানার অন্তর্গত ঝিটকা গ্রামের লালগড়-মেদিনীপুর সড়ক। ঝিটকা গ্রামের কাছে দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা। আর তার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হন গাড়িচালকরা। নিজেদের সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব নিয়ে সেই বিষয়ে উদ্যোগ নিলেন লালগড় থানার পুলিশকর্মীরা। তাঁরা সারাই করলেন রাস্তা। পুলিশকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ দিচ্ছেন স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকরা।