রবীন্দ্রভবন দ্বারোদঘাটন ও রবী ঠাকুরের আবক্ষমূর্তির আবরণ উন্মোচন কেশপুর প্রাথমিক বিদ্যালয়ে

সেখ মহম্মদ ইমরান, কেশপুর: করোনা পরিস্থিতিতে লকডাউনের সংকটকালে বিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ। কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা থেমে নেই। কেশপুরের বিধায়ক শিউলি সাহার তহবিলের টাকায় রবীন্দ্রভবন নির্মিত হলো। সেই নির্মিত রবীন্দ্রভবন ও রবি ঠাকুরের আবক্ষ মূর্তির আজ উন্মোচন হয় । তার শুভ উদ্বোধন করেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। আজকের রবীন্দ্র মঞ্চ থেকে বিদ্যালয়ের বাৎসরিক ম্যাগাজিন ‘পূরবী’ প্রকাশিত হয়। এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপনে কর্মসূচি হয়। বিধায়ক শিউলি সাহা বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন।

    আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুরের বিশিষ্ট সমাজসেবী চিত্ত গড়াই, বিশিষ্ট সমাজসেবী তপন চক্রবর্তী, ডক্টর সাক্ষিগোপাল সাহা, বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিতা অধিকারী, শিক্ষক চিন্ময় রায়, তাপস দাস, রবিন দলবেরা, সাগর চন্দ্র ঘোষ, অমিয় ঘোষ, বিদ্যালয়ের VEC সভাপতি কল্যাণ দাস সহ বিশিষ্টরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুপ্রসাদ পড়িয়া বিধায়ক শিউলি সাহাকে অশেষ ধন্যবাদ জানান।
    রাইমা ভূঁইয়ার অসাধারণ নৃত্য আজকের ক্ষুদ্র প্রয়াসকে বৃহত্তর করে দেয়। বিদ্যালয়ের সহশিক্ষিকা দীপিকা দাস সমগ্র অনুষ্ঠানটি নিজের সুললিত কণ্ঠে ও সুমধুর বাচনভঙ্গিতে সঞ্চালনা করেন।