|
---|
জলপাইগুড়ি: মাস্ক বিহীন অবস্থায় ডিএম অফিসে এলে করতে হবে কোভিড টেস্ট। পজিটিভ রিপোর্ট এলে বাড়ি নয় সোজা পাঠিয়ে দেওয়া হবে কোভিড হাসপাতালে।কোভিড ঠেকাতে এমনই ব্যবস্থা নেওয়া হল আজ থেকে।
মাস্ক বিহীন অবস্থায় জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে আসা ব্যাক্তিদের কোভিড টেস্ট করান শুরু করল জেলা প্রশাসন। ডিএম অফিস সংলগ্ন কিছু অবৈধ দোকানের সামনে প্রচুর ভিড় হত বলে অভিযোগ। এই ভিড় এড়াতে উচ্ছেদ করা হল অবৈধ দোকান-পাট। একইসাথে ড্রাইভিং লাইসেন্স নিতে মানুষজন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকে। তাই আজ তাদেরকেও করানো হয় কোভিড টেস্ট। শুক্রবার থেকে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে জরুরী ভিত্তিতে এই কাজ শুরু করেছে জেলা প্রশাসন।