|
---|
সেখ সামসুদ্দিন : পাল্লারোড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে পড়ে রয়েছে কোভিড টেস্টে বব্যহৃত কিট, স্পুটাম টেস্টের খালি কৌটো সহ হাসপাতালের নানা বর্জ্য পড়ে রয়েছে হাসপাতাল চত্বরেই খোলা জায়গায় ! তা থেকে সংক্রমণের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত রুগী থেকে স্থানীয় সাধারণ মানুষও হাসপাতালের আশপাশে বাস করা পরিবাররা। স্থানীয় বাসিন্দা সন্দীপন সরকার জানান “যতদুর জানি কোভিডের জীবাণু লালারসের সাথে খোলা জায়গায় বেশ কয়েকঘন্টা বাঁচতে পারে, সেখানে স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ কিভাবে এমন কাজ করল সেটাই ভাবনার ! অতিদ্রুত এর ব্যবস্থা নেওয়া উচিত”। প্রশাসনিক সূত্রে জানা গেছে স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী কোভিড টেস্টের ব্যবহৃত কিট গুলি ব্লক বা প্রাথমিক থেকে নিয়ে যাওয়ার কথা জেলা স্বাস্থ্য দপ্তরের, ততদিন অবধি তা স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই কোনো বদ্ধ জায়গায় সোডিয়াম হাইপোক্লোরাইড বা ব্লিচিং দিয়ে রেখে দেওয়ার কথা। নয়তো তা থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস। কিন্তু সেই ব্যবহৃত কিটই কিভাবে বাইরে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও হাসপাতালের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি, সেখানের মেডিকেল অফিসার নিজেই কোভিড আক্রান্ত হওয়ায় যোগাযোগ করা যায়নি তার সাথে। ব্লক ও জেলা স্বাস্থ্য দপ্তর কেন এ ব্যাপারে নজর রাখছে না সেই নিয়ে ক্ষোভ জন্মেছে স্থানীয়স্তরে। হাসপাতাল পার্শ্ববর্তী বাসিন্দা ভুবনেশ্বর সরকার, কামেশ্বর রানা রা দাবী জানান এই কিট গুলি যাতে অতিসত্বর নষ্ট করে দেওয়া হয় ও ভবিষ্যতে এইরকম ঘটনার পুনরাবৃতি না হয় তার জন্য প্রশাসনের খেয়াল রাখা উচিত।