|
---|
মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: কোরনা আবহকালে কোরনা সংক্রমনের হাত থেকে বাঁচাতে কোভিড ভ্যাকসিন দেওয়া হলো সিউড়ী জেলা আদালতে।
সোমবার আদালতের বিচারক ও আদালতে কর্মরত কর্মী, আইনজীবি, ল ক্লার্কদের কোভিড ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়া হয় আদালতের নিয়ন্ত্রনাধীন জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের আধিকারিক ও পার্শ্ব আইনী সহায়কদের। এদিন প্রথম ডোজ দেওয়া হয় আদালতের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের। জেলা স্বাস্হ্য দফতরের সহযোগিতায় এই ভ্যাকসিন দেওয়া হয়। উপস্হিত ছিলেন জেলা ও দায়রা বিচারক শুভ্রজিৎ বসু এবং জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়।