|
---|
করণা আতঙ্কে মানুষ যখন দিশেহারা তখন মানুষকে সুরাহা দিতে এগিয়ে এলো মহারাষ্ট্র সরকার।ধনী-দরিদ্র নির্বিশেষে সকল মহারাষ্ট্রকরোনা আক্রমণে ট্রিটমেন্ট করবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্সুরেন্স নিয়ে এলো। সরকার ক্যাশলেস এই ইন্স্যুরেন্সের সকল প্রাইভেট হসপিটালে চিকিৎসা করার সুযোগটাও দিয়েছে। একটা টাকাও এর জন্য দিতে হবেনা , মহারাষ্ট্রের কোন মানুষকে করোনা র চিকিৎসায় এইভাবে ভারতবর্ষে কোন সরকারের এগিয়ে আসা টা এই প্রথম। এইজন্য জেনারেল ইন্সুরেন্স পাবলিক সেক্টর অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে মহারাষ্ট্র গভর্মেন্টের সঙ্গে । আরো একটি কথা হল এই চুক্তিতে এর আগে 496 টা হসপিটালে চিকিৎসা করা যেত সেখানে এবার থেকে 1000 হসপিটালে চিকিৎসা করার সুযোগ বাড়ানো হলো ।
এছাড়াও বিভিন্ন রকম প্যাকেজ আনা হয়েছে। যাতে সমস্ত হসপিটাল গুলোতে একটা নির্দিষ্ট হারে খরচ নেওয়া হয় তার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে । এরই পাশাপাশি করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলো যাতে চিকিৎসায় মাত্রা অতিরিক্ত খরচ নিতে না, পারে তার জন্য রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে যা খরচ হবে তার একটি উচ্চসীমা নির্ধারণ করে দিয়েছে । এবং যে সমস্ত বেসরকারি হসপিটাল এই চুক্তির সঙ্গে সরকারের যুক্ত নয় তাদেরকেও
সংবাদ সৌজন্যে : বার্তা সাম্প্রতিক
http://bartasamprotik.blogspot.com/2020/05/blog-post_61.html