মথুরাপুরে সিপিআইএম কর্মী খুনের ৪১ দিন পরও মূল অপরাধী গ্রেফতার না হওয়ায় অবস্থান বিক্ষোভ

নবাব মল্লিক, রায়দিঘী। মথুরাপুরে সিপিআইএম কর্মী খুনের ৪১ দিন পরও মূল অপরাধী গ্রেফতার না হওয়ায় লালপুরে স্থানীয় জণগণের রাস্তা আটকে অবস্থান বিক্ষোভ। আজ ঘটনার প্রতিবাদে লালপুর হাই মাদ্রাসার সামনে প্রায় শপাচেক লোক জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। অবরোধ ঘিরে পুলিশি নিরপত্তা ছিল জোরদার। লাঠিধারি পুলিশ, র‍্যাপ, প্রভৃতির সমন্বয়ে ছিল ত্রীস্তরিয় নিরাপত্তার ব‍্যবস্থা। অবরোধকারীরা রাস্তার উপর শুয়ে পড়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।অবরোধের নেতৃত্ব দেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি।

    প্রায় তিনঘন্টার অবরোধে অবুরুদ্ধ হয়ে পড়ে রায়দিঘী ডায়মন্ডহারবার রোড। খুন হয়ে যাওয়া রাজু হালদারের বাবার বক্তব্য “আমার ছেলের খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং লালপুরে আর যেন না এমন খুন হয় তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।” তবে আক্ষেপের সুর প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর গলায় তিনি জানান আপাত শান্ত সুন্দরবনকে ধীরে ধীরে অশান্ত করে তুলছে তৃণমূল বিজেপি। এবং তারা গন্ডোগোল পাকানোর জন‍্য বেছে বেছে মুসলিম অধ‍্যষিত এলাকা বেছে নিচ্ছে বলে আমাদেরকে একান্ত স্বাক্ষাৎকারে জানান।