|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: ইংরেজবাজার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রান্তিক মানুষদের ত্রাণ বিলি করল সিপিএম। সোমবার টাউন কমিটির উদ্যোগে ইংরেজ বাজার থানার বিমল দাস মোড়ে এই ত্রাণ দেওয়া হয়। চাল, আলু, পেঁয়াজ, মুসুরের ডাল, লবন-সহ প্রায় ১০ রকমের সামগ্রী দেওয়া হয়।
২৪০ জনের হাতে এদিন ত্রাণ দেওয়া হয়। সামাজিক দূরত্ব মেনে মুখে মাস্ক পরে আর্তদের খাদ্য সামগ্রী বিলি করা হয়। হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক সমর রায়, সিপিএম নেতা কৌশিক মিশ্র-সহ অন্যরা। সমর রায় বলেন,‘আমরা এদিন ৭ নম্বর ওয়ার্ডে প্রান্তিক মানুষদের ত্রাণ বিলি করি। প্রায় ১০ রকমের খাদ্য সামগ্রী বিলি করা হয়। এই লকডাউনে প্রান্তিক মানুষদের দুর্দশার কথা ভেবে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’