প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রাজনগরে শোক মিছিল করল CPIM

 

     

    খান আরশাদ, বীরভূম:

    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর । দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ তাঁর প্রয়াণ হয়। রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে এই উপলক্ষে প্রয়াত মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে একটি শোক মিছিল করা হয়। সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এই শোক মিছিল শুরু হয় এবং রাজনগর বাজার পরিক্রমা করে।

    প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতি নিয়ে কালো ব্যাজ করে মৌন মিছিল করেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, সিপিআইএম জেলা কমিটির সদস্য শুকদেব বাগদী সহ অন্যান্য নেতাকর্মীরা।