|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর : সাম্প্রতিক কালে বাংলাদেশে ঘটা বরর্বোরচিত ঘটনার বিরুদ্ধে পথে নেমে সরব হলো সিপিআইএম। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদে উপর ওপর মৌলবাদীদের আক্রমণের প্রতিবাদে এবং সে দেশে মৌলবাদী শক্তির বিরুদ্ধে সরব হয়ে ধর্মনিরপেক্ষতার পক্ষে আন্দোলনে নামা বাংলাদেশের কমিউনিষ্ট পার্টিসহ অন্যান্য বামপন্থী দলের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে শুক্রবার সংন্ধ্যায় মেদিনীপুর শহরে মিছিল সংগঠিত করলো সিপিআইএমের পূর্ব এরিয়া কমিটি। মিছিল থেকে বাংলাদেশের ঘটনাবলীতে জড়িত দুষ্কৃতীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তোলা হয়। পাশাপাশি সমস্ত রকম ধর্মীয় মৌলবাদী শক্তির বিরুদ্ধে সরব হন মিছিলে অংশগ্রহণকারীরা ।
এদিন মিছিল পিপলস্ ব্যাংকের কাছে অবস্থিত সিপিআইএম পূর্ব এরিয়া কমিটির অফিস থেকে শুরু হয়ে বটতলা,গান্ধীমোড় ,পঞ্চুরচক,গোলকুয়াঁরচক হয়ে পুনরায় এরিয়া কমিটির অফিসে শেষ হয়। মিছিল চলাকালীন পঞ্চুর চকে পথসভায় বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ। মিছিলের নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক সুকুমার আচার্য, কুন্দন গোপ, জয়ন্ত মজুমদার, স্বপন বিশ্বাস, সুব্রত চক্রবর্তী, মৃণাল সুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।