রেল দুর্ঘটনার জন্য কেন্দ্রকে দায়ী করে সিপিআইএমের প্রতিবাদ মিছিল ও পথসভা রাজনগরে

 

     

    খান আরশাদ, বীরভূম:
    রেল দুর্ঘটনার জন্য কেন্দ্রকে দায়ী করে সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে রাজনগরে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজিত হলো।
    ফাঁসি দেওয়ায় যে ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনার জন্য কেন্দ্রের রেল মন্ত্রককে দায়ী করে রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাজনগরে একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হলো এবং যাত্রীবাজার মোড়ে একটি পথসভা করা হয়। সিপিআইএমের অভিযোগ কেন্দ্রের রেল মন্ত্রকের চরম গাফিলতির ফলেই এই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। এরই প্রতিবাদে এই কর্মসূচি। পাশাপাশি নীট এবং নেট পরীক্ষার কেলেঙ্কারিরও প্রতিবাদ করেন সিপিআইএম নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরী, জেলা সদস্য শুকদেব বাগদী, সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক মিস্ত্রি সহ কালো কোড়া, শিবদাস লোহার, তরুণ মালি প্রমূখ।