উন্নয়ন এখন থেকে ফিকে পড়েছে, লড়াইয়ে ফিরেছে লাল ঝড়

 

    নতুন গতি নিউজ ডেস্ক: 2011 সালে পশ্চিম বাংলার বুকে 34 বছর বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে মমতা ব্যানার্জি। জেলায় জেলায় শাসকদলের নেতাকর্মীরা বিরোধী-শূন্য করার ডাক দিয়েছিল কিন্তু ব্যর্থ তৃণমূল কংগ্রেসের সেই প্রচেষ্টা। 2019 লোকসভা নির্বাচনে রাজ্যের বেশ কয়েকটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাম সমর্থকরা।

    বিগত কয়েক বছরের তুলনায় বেড়েছে বাম কর্মী সমর্থকদের সংখ্যা এমনটাই দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। আর সেই সাক্ষী থাকল রামপুরহাটের মোহাম্মদ সেলিমের জনসভা। সোমবার বেলা তিনটার সময় রামপুরহাট ভাঁড়শালা দিঘির মাঠে জনসভা করেন বীরভূম জেলা সিপিএম প্রার্থী রেজাউল করিমের সমর্থনে। দিনমজুর থেকে কলেজ পড়ুয়া কেউ বাকি ছিল না সেই সভাতে। স্বাভাবিক ভাবেই বলা যায় আস্থা ফিরেছে বামেতেই। বাম নেতাদের দাবি
    বিভিন্নভাবে বাঁধা,বাস মালিকদের হুমকি, পাড়ায় পাড়ায় উন্নয়ন বাহিনীর হুমকি দিয়ে সাধারণ
    মানুষদের পথ আটকানো সহজ কিন্তু মন আটকানো নয়। আমাদের সভায় ছিল না বিরিয়ানি, ছিল না ডিম ভাত তবুও মানুষের ঢল নেমেছিল।এদিনের সভায় সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন কমরেড নরেন চ্যাটার্জি, কমরেড পার্থপ্রতিম গুহ এছাড়াও আরো প্রথম সারির নেতৃত্ব।