|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা:ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত চাত্রা বিল, সেই বিশালাকার বিল, পুকুর সহ বিভিন্ন জলাশয় অবৈধভাবে ভরাটের কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন ওয়ার্ডের মালঞ্চপল্লী, নেতাজী কলোনি, কৃষ্ণপার্ক সহ বিভিন্ন এলাকা। দীর্ঘ তিন মাস ধরে জল আটকে থাকায় রাস্তাঘাট ড্রেনে আটকে থাকা পচা জলের দুর্গন্ধে মানুষ নাজেহাল। রাস্তার ওপরে জল জমে থাকায় যাতায়াতে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীর, জল জমার কারণে উৎপাত বেড়েছে মশার উপদ্রব বেড়েছে সাপের।
সেই এলাকার মানুষ এখন আতঙ্কের পরিবেশে বাস করছে।এই পরিস্থিতির কথা বারবার এলাকার প্রতিনিধি এবং ইংরেজবাজার পৌরসভার কর্তৃপক্ষকে জানিয়ে ও কোনো সুরাহা না হওয়ায় তারই প্রতিবাদে মঙ্গলবার ইংরেজবাজার পৌরসভারগেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে ৩নম্বর ওয়ার্ড বামফ্রন্ট কমিটি।বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মালদা জেলা সিপিআইএম এর অন্যতম সদস্য কৌশিক মিশ্র তিন নম্বর ওয়ার্ড কমিটির মহিলা নেত্রী বাবলি বিশ্বাস সহ বামফ্রন্টের অন্যান্য কর্মীরা।প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ প্রদর্শনের পর পৌরসভা কর্তৃপক্ষের হাতে স্মারক লিপি প্রদান করেন।আগামী দিনে সমস্যার সুরাহা না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেন বামফ্রন্ট নেতৃত্বরা।