|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় সরকারের কৃষি আইন, বিদ্যুৎ বিল-সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিবাদ মিছিল করল সিপিএম। সিপিএম-এর বামনগোলা ও বামনগোলা উত্তর এরিয়া কমিটির ডাকে পাকুয়াহাট বাসস্ট্যান্ডে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কৃষি আইন, বিদ্যুৎ বিল-সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বামনগোলা সিপিএমের পক্ষ থেকে পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে পাকুয়াহাটের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে শেষে পাকুয়াহাট নতুন বাসস্ট্যান্ডের কাছে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সভা শুরু হয়।
উপস্থিত ছিলেন বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম, এছাড়াও সিপিআইএমের অন্যতম রাজ্য সদস্য অলকেশ দাস, সিপিআইএমের জেলা সম্পাদক অম্বর মিত্র এবং রাজ্য কমিটির সদস্য জামেল ফেরদৌস সহ অন্যান্য বামনগোলা ব্লকের লোকাল কমিটির নেতারা।