ভোট-পরবর্তী সন্ত্রাসে দক্ষিণ ২৪পরগনার লালপুরে নিহত সিপিআইএম কর্মী

নবাব মল্লিক, দক্ষিণ ২৪পরগণা : ভোট-পরবর্তী সন্ত্রাসের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত লালপুর। সিপিএম কর্মী সমর্থককে নিশংস ভাবে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। নিহত সিপিএম কর্মী-সমর্থকের নাম রাজু হালদার। বিকেল নাগাদ রাজু প্রতিদিনের মত অটো চালিয়ে নিজের বাড়িতে আসে, সেই সময় বাড়ির পাশে কয়েকজন যুবক মদ্যপান করছিল বলে অভিযোগ।

    রাজুর দাদা সেই মদ্যপানের প্রতিবাদ করায় তার উপর চড়া হয় ওই মদ্যপ যুবকরা। তারপরে রাজু এই ঘটনার প্রতিবাদ করায় রাজুর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তারা।তখন মদ্যপ যুবকদের রাজুর পরিবারের লোক বাধা দেওয়ায় রাজুর বাবা ও দাদা কে ধারালো অস্ত্রের আঘাত দিয়ে কোপ দেয় তারা। রাজুকে বাড়িতেই নৃশংসভাবে কুপিয়ে খুন করে তারা। যদিও এই ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

    সিপিএমের অভিযোগ ওই এলাকায় রাজু সিপিএমের সংগঠন কে ধরে রাখছিল। এবং লোকসভা ভোটে ওই এলাকা থেকে কয়েক হাজার তৃণমূলের ভোট কাটে রাজু‌ তাই তারা এই খুন করেছে বলে অভিযোগ করেছে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি। যদিও এই খুনের পিছনে পারিবারিক বিবাদ রয়েছে বলে দাবি করছে শাসক দল। এই খুনের পিছনে শাসক দলের কেউ জড়িত নয় বলে দাবি করছে রাজ্যের শাসক দল।