তৃণমূলের পাশে সিপিএম! বিজেপির বিরোধিতায় কংগ্রেসের ভূমিকার সমালোচনা লাল ব্রিগেডের

নতুন গতি নিউজ ডেস্ক: তৃণমূলের পাশে সিপিএম! ‘শীতঘুমে চলে গেছে কংগ্রেস’ এমন অভিযোগ করলেন পার্টির দুই বড়ো মাথা সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাত।

    পার্টি কংগ্রেসের দ্বিতীয় দিনে ইয়েচুরি জানান “রাজ্যের সঙ্গে সর্বভারতীয় স্তরের পরিস্থিতি গুলিয়ে ফেললে চলবে না। সর্বভারতীয় স্তরে বিজেপি বড় বিপদ। সাম্প্রদায়িক শক্তিকে ঠেকাতে কংগ্রেসকে লাগবে। কিন্তু অনেক ক্ষেত্রেই আন্তরিকতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তাই ভোটের আগে কোনওভাবেই জোট নয়। পরিস্থিতি বুঝে প্রয়োজনে ভোটের পরে জোট হবে।”

    এদিকে কারাতের বক্তব্য “ধর্মনিরপেক্ষতার বিপদ নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন সভায় হাজির না হয়ে কংগ্রেস বিজেপির বিরোধিতায় বিশ্বাসযোগ্যতা হারাবে। কেরলে অনেক বিষয়ে কংগ্রেস-সিপিএমের মতপার্থক্য রয়েছে। কিন্তু ধর্মনিরপেক্ষতা যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন কংগ্রেস নেতৃত্বের নীরব অবস্থান বিপদ আরও বাড়াবে।”

    তিনি আরো জানান “কংগ্রেস নেতৃত্বের ঘুম যত তাড়াতাড়ি ভাঙবে ততই মঙ্গল।”