সি পি এম নেতা সীতারায় ইয়েচুরি প্রয়ানে শোক মিছিল

আয়ুব আলি : বাম গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলনের শীর্ষ নেতা প্রাক্তন সাংসদ সীতারাম ইয়েচুরি প্রয়ানে এস এফ আই, ডি ওয়াই এফ আই এ আই ডি ডব্লু এ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে শোক মিছিল সংগঠিত হল ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় নৈহাটি ফেরিঘাট থেকে অরবিন্দ রোড় হয়ে নৈহাটি পৌরসভা বিস্তৃত পথ পরিক্রমা করে এই শোক মিছিল। উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর নৈহাটি তে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের ও শিক্ষক , চিকিৎসক দের শান্তিপূর্ণ মিছিলে দুষ্কৃতীদের দারা আক্রমনের প্রতিবাদে এদিন ধিক্কার ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল। সি পি এমের পলিটব্যুরো সদস্য, সর্ব ভারতীয় ছাত্র ফেডারেশনের প্রাক্তন সভাপতি দলের শীর্ষ নেতার আকস্মিক প্রয়াণে পূর্ব ঘোষিত প্রতিবাদ মিছিল স্থগিত রেখে প্রায়াত নেতার স্মরনে শোক মিছিল নৈহাটি র পথ পরিক্রমা করল এদিন। উত্তর ২৪ পরগনার ছাত্র যুব ও মহিলাদের ডাকা এদিনের শোক মিছিলে সহস্রাধিক মানুষ যোগ দিয়েছিল।