|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বাম-কং-বিজেপিতে ভাঙ্গন জলঙ্গিতে।
আজ জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের তৃণমূল ব্লক সভাপতি রাকিবুল ইসলাম রকির নেতৃত্বে যোগদান সভা অনুষ্ঠিত হয় ফরিদপুর অঞ্চলের ভাদুরিয়াপাড়া বাজারে।
আজকের এই যোগদান সভা থেকে তৃণমূল কর্মী সমর্থকদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন এবং বুথ সভাপতি, অঞ্চল নেতৃত্বকে নেবে চলার নির্দেশ দিলেন।
পাশাপাশি ফরিদপুর অঞ্চল তৃণমুল সভাপতি দুর্নীতি গ্রস্থ বলেও মন্তব্য করেন এখানেই সমাপ্তি নয় তিনি আরও বলেন সেই কারণেই তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। যদিও এই বিষয়ে অঞ্চল সভাপতির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শুক্রবার জলঙ্গী ব্লক দক্ষিণ জোনে সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি থেকে শতাধিক নেতা কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে যোগদান করল
এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি রাকিবুল ইসলাম, ফরিদপুর অঞ্চল প্রধান অনারুদ্ধ ইসলাম, অঞ্চল নেতা মহাফিজুল হক (ফিন্টু) এছাড়াও অঞ্চল ও ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন।