|
---|
হরিশ্চন্দ্রপুর,মহ:নাজিম আক্তার,৩ জানুয়ারি: হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামের যুবকদের উদ্যোগে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল শুক্রবার বাংরুযা উরস ময়দানে। হরিশ্চন্দ্রপুর এলাকার মোট ৪ টি দল যোগ দিয়েছিল। ফাইনালে বাংরুয়া রয়্যাল রয় বনাম বাংরুয়া ডেয়ার ডেভিলস একাদশের খেলায় বাংরুয়া রয়্যাল রয় ১২ ওভারে ৯০ রান তোলে। এর উত্তরে বাংরুয়া ডেয়ার ডেভিলস ৬ ওভারে ৯১ রান তুলে জয়ী হয়। বিজয়ী দলের ম্যান অব দ্য ম্যাচ রাজ্জাক আলম এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সোহম পারভেজ।
খেলাটি পরিচালনা করেন আম্পায়ার জুলফিকার আলী ও মাসুদ আলী।
বিজয়ী দলের ক্যাপ্টেন ইনতাজ আলী জানান, প্রতিবছর বাংরূয়া যুবকবৃন্দ এই ক্রিকেট টুর্নামেন্ট খেলা করে থাকে। এবছর হরিশ্চন্দ্রপুর এলাকার চারটি ক্রিকেট দল অংশগ্রহণ করে।১৫ দিন ধরে খেলার পর আজ চূড়ান্ত খেলায় জয়ী হয়।
খেলার সভাপতি ডঃ শাহাদাত হোসেন ও সম্পাদক মাসুদ আলী জানান, চাম্পিয়ন দলকে ট্রফি ও কিছু অর্থ পুরস্কৃত করা হয় ও রানার্স দলে খেলোয়ারদেরকে সাম্মানিক ডায়েরী ও ও বই তুলে দেওয়া হয়।