মাথায় বল লেগে আহত অশোক দিন্দা, চলছে চিকিৎসা

নতুন গতি খেলা ডেস্ক: ম্যাচ চলাকালীন মাথায় বল লাগায় গুরুতর আহত হলেন ক্রিকেটার অশোক দিন্দা। সোমবার ইডেন গার্ডেন্সে নেট প্র্যাকটিসের সময় মাথায় অশোক দিন্দার মাথায় বল লাগে। আহত বোলারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    ভি ভি এস লক্ষ্মণের উপস্থিতিতে প্র্যাকটিস করছিল বাংলা দল। নেটে ব্যাটিং করছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান বিবেক সিং। বোলার অশোক দিন্দা। বিবেকের ব্যাটে লাগা বল ক্যাচ ধরতে গেলে, তা দিন্দার মাথায় লাগে। মাটিতে লুটিয়ে পড়েন জাতীয় দলের হয়ে খেলা এই পেস বোলার।

    আহত অশোক দিন্দাকে দেখতে ডাকা হয় সাপোর্ট স্টাফদের। প্রথমে উঠেও দাঁড়িয়েছিলেন দিন্দা। তবে ‘সুস্থ’ বোধ না করায়, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

    প্রসঙ্গত, বছরের শুরুতেই ক্রিকেট মাঠেই মৃত্যু হয়েছে ক্লাব ক্রিকেটার অনিকেত শর্মার। ইস্টবেঙ্গলের অঙ্কিত কেশরীর মৃত্যুর স্মৃতি ফিরিয়েই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অনিকেত। অশোক দিন্দার চোটে সেই আতঙ্ক ফিরে এসেছিল। ম্যাচ চলাকালীন মাথায় বল লেগেই মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের।