ভাটপাড়ায় তরুণীর উপর দুষ্কৃতী হামলা

নিজস্ব প্রতিবেদক:- ভাটপাড়ায় (Bhatpara) তরুণীর  উপর দুষ্কৃতী হামলা। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ভাটপাড়া থানার কলাবাগান এলাকায় । আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কল্যাণীর জেএনএম হাসপাতাল (Kalyani JNM Hospital)।ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল বিকেলে কী কারণে হামলা চালানো হয়েছে খতিয়ে দেখা হচ্ছে । ফের শিরোনামে ভাটপাড়া। তবে অবশ্যই সেই অপরাধমূলক ইস্যুতেই বারবার উঠে এসেছে উত্তর ২৪ পরগণার এই এলাকা। প্রসঙ্গত, রাজ্যে সবথেকে অধিক পরিমাণে অপরাধমূলক কাজ বিশেষ করে বোমাবাজির জন্য একাধিকবার শিরোণামে এসেছে এই এলাকায়। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও বোমা উদ্ধার হয়েছে ভাটপাড়া থেকে ভাটপাড়া পুরসভায় ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির পিছনদিক থেকে উদ্ধার হয় ৫০টি   বোমা। পুলিশ সূত্রে খবর, একটি প্লাইউড দিয়ে ঢাকা ছিল ওই বোমাগুলি। সম্প্রতি রাজ্যে আর বোমা পাওয়া যাবে না, ৪৮ ঘন্টার মধ্য সব জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে প্রতিশ্রুতির পরেও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসে।  কান টানলেই মাথা আসে। ভাটপাড়া শুনলেই জগদ্দল আসে। এই এলাকাও গত কয়েকদিনে কম ঝড় বয়ে যায়নি। জগদ্দলে জুটমিলের শ্রমিককে শ্যুটআউট করা হয়। খুনের পর বোমাবাজির অভিযোগ।পরপর বোমা ছোড়ার অভিযোগ আসে। জগদ্দলের সার্কাস ময়দানে গুলিবিদ্ধ হন বছর চব্বিশের এক যুবক। এরপর থেকে আতঙ্কে কাঁটা গোটা ভাটপাড়া। সেই আতঙ্ক আরেকটু উসকে সম্প্রতি মা-কে খুন করার ঘটনা ঘটে ভাটপাড়ায়।জানা গিয়েছে, প্রায়শই মদ্যপ অবস্থায় থাকত অভিযুক্ত ছেলে। এবারও মদ্যপ অবস্থায় থাকাকালীন নিজের মাকে গুলি করে সে। তবে কী কারণে এই ঘটনা ঘটিয়েছে সে ? কোথা থেকেই বা সে পেল ওই আগ্নেয়াস্ত্র ? তা এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে ব্যবসায়ী খুন থেকে একের পর এক অপরাধমূলক কাজের পর আগের থেকে আরও কড়া পুলিশ প্রশাসন। কিন্তু প্রতিশ্রুতিতে কড়া হলেও, কাজের কাজ নাকি কিছু দেখতে পাচ্ছে নাকি বিরোধীরা। সম্প্রতি একটি অপরাধমূলক ঘটনার পর  অর্জুন সিং-কে বলতে শোনা যায়, ‘শুনেছি, অপরাধীদের এলাকা দখলের লড়াই চলছে। পুলিশ প্রশাসন তদন্ত করছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে।’