লকডাউন এ খাদ্য সামগ্রী বিতরণে ভিড় জমালো মানুষ প্রশ্ন উঠছে ইংরেজবাজার পৌরসভার ভূমিকা নিয়ে।

নতুন গতি নিউজডেস্ক : মালদা,২৪ এপ্রিল : হাজারো মানুষের ভিড় জমিয়ে খাদ্য সামগ্রী বিলি করার অভিযোগ উঠল ইংরেজবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় শর্মার বিরুদ্ধে। খাদ্য সামগ্রী বিলি করার সময় তার মুখেও ছিল না মাস্ক।
৯ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় তার নিজস্ব বাসভবনের সামনে খাদ্য সামগ্রী বিলি করেন তিনি। দেখা যায় প্রায় হাজার খানেক মানুষ ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে অনেকেরই মুখে ছিল না মাস্ক। সামাজিক দূরত্ব বজায় করেননি অনেকে।
প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও জমায়েত করে ত্রাণ বিলি করেন সঞ্জয়বাবু বলে অভিযোগ।
এই বিষয়ে তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার ১১০০ মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেন। দফায় দফায় ত্রাণ বিলি না করে কেন একদিনে এত মানুষকে ত্রাণ দিলেন এই কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নিয়ম মেনে ত্রাণ দিয়েছেন তিনি। মাস্ক পড়েননি কেন ? এই কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্যই নাকি তিনি মাস্ক খুলেছিলেন।
সকাল থেকে যতক্ষণ তিনি এলাকার মানুষকে ত্রাণ দিচ্ছিলেন ততক্ষন তার মুখে দেখা যায়নি মাস্ক।
এই বিষয়ে তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন পরিস্থিতিতে রাস্তায় নেমে দাগ কেটে মানুষকে সচেতন করেছেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। বিজেপির কাউন্সিলর নিয়মবহির্ভূতভাবে ত্রাণ বিলি করছেন। লকডাউন পরিস্থিতিতে সরকারের যা নিয়ম তা মেনে চলা উচিত।