মহালয়ার দিন পিতৃতর্পণে মেদিনীপুরে গান্ধী ঘাটে মানুষের ভিড়

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: করোনা আবহের মধ‍্যেই বৃহস্পতিবার সকালে পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা লগ্নের দিন মহালয়ার দিনে মেদিনীপুর শহরের কাঁসাই নদীর গান্ধী ঘাটে ভীড় জমিয়েছিলেন বহু মানুষ। এদিন ভোর থেকেই চলে তর্পণ। ছিল পুলিশের পহরার পাশাপাশি। নদী বক্ষে স্পীড বোটের সাহায্যে নজরদারির ব্যবস্থা। তবে তুলনামূলকভাবে ভাবে করোনার কারণে এবারে ভীড় একটু কম ছিল। উল্লেখ্য পঞ্জিকার হিসেবে এবারে দুর্গাপূজার সাতদিন আগে নয় মহালয়া পালিত হলো বেশ কিছু দিন আগে।