কৃষ্টিলোক পরিচালিত সাংস্কৃতিক সন্ধ্যা লোকপুরে

 

    নিজস্ব সংবাদদাতা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব মহালয়ার সন্ধিক্ষণে রবিবার সন্ধ্যায় লোকপুর নীচুপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে কৃষ্টিলোক পরিচালিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এলাকার কচিকাঁচাদের নিয়ে। অবসরপ্রাপ্ত শিক্ষক সুনিল কুমার সাহাকে সামনে রেখে অভিজিৎ দত্ত, সিদ্ধার্থ দত্ত, মিন্টু দত্ত, রাজেন্দ্র প্রসাদ দে, প্রদীপ গড়াই, সোমনাথ ধীবর, ডালটন মন্ডল, সৌরভ দাস প্রমুখ একঝাঁক তরুণ যুবা এলাকার শিক্ষা চর্চার মানোন্নয়ন গড়ে তোলে কৃষ্টিলোক নামক সংগঠন। দীর্ঘদিন ধরে পা পা করে হাঁটতে হাঁটতে এবছর সংগঠন ১৩ বছরে পদার্পন করল। যদিও করোনার আবহে দুবছর সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ছিল। কৃষ্টিলোক পরিচালিত স্কুলে যেমন নাচগান শেখানো হয় পাশাপাশি এলাকায় সরকারি বেসরকারি সংস্থার সাথে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার অভিযানে ও অংশগ্রহণ করে থাকে।লোকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ গড়াই এদিন অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন। দূর্গাপূজার মন্ডপ ঘিরে শিশু শিল্পীর অভিভাবকদের পাশাপাশি স্থানীয় মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। কৃষ্টিলোক গোষ্ঠীর সদস্য অভিজিৎ দত্ত এক সাক্ষাৎকারে মহালয়ার পূণ্যলগ্নে নিয়মিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে যেমন ইতিহাস ব্যক্ত করেন পাশাপাশি আগামী দিনে এই সমস্ত কচিকাঁচাদের পাশাপাশি এলাকার সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিদের নিয়ে ছোটদের কবিতা ,ছড়া, অঙ্কন ইত্যাদি বিষয়ে একটি পত্রিকা প্রকাশ করা হবে খুব শীঘ্রই।