কলকাতা মুক্তাঙ্গন নাট্যমঞ্চে জলের তিলক নাট্য সংস্থার সাংস্কৃতিক সন্ধ্যা

কলকাতা মুক্তাঙ্গন নাট্যমঞ্চে জলের তিলক নাট্য সংস্থার সাংস্কৃতিক সন্ধ্যা

    নতুন গতি ডেস্ক : জলের তিলক নাট্য সংস্থা আয়োজিত একটি সাংস্কৃতিক সন্ধা প্র‌য়োজিত হলো কোলকাতা মুক্তাঙ্গন নাট্যমঞ্চে রবিবার সন্ধ্যা ৭ টায়।  এদিন প্রথমে শ্রীকান্ত ভট্টাচার্যের সম্পাদকীয় ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নাট্য সমালোচক রঞ্জন গঙ্গোপাধ্যায়, নাট্য নির্দেশক চন্দন দাশ, কবি শ্যমল মিত্র, চিত্র সমলোচক ও প্রাবন্ধিক ধীমান দাশগুপ্ত, কবি অমিতাভ গুপ্ত সহ অন্যান্যরা।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গবেষক ডঃ শান্তনু পাণ্ডা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মৃত্যুঞ্জয় জানা।  তার পর শুরু হয় দুটি নাটক “ছায়া মানুষের গল্প” ও “কিংলিয়র” ।  অভিনয় করেছেন নাট্যকার শ্রীকান্ত ভট্টাচার্য, ছড়াকার বিদ্যুৎ পাল, পরিচালক ইন্দ্রদীপ সিনহা ও টুম্পা মন্ডল।