মুন্সিরহাট প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইউশা আব্বাসী, মুন্সিরহাট, হাওড়া :  ১০ই ডিসেম্বর মুন্সিরহাট বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সারাদিন বিভিন্ন রকম খেলাধূলার সঙ্গে সঙ্গে ক্যারাটে প্রতিযোগিতা ও নাচ, গান প্রভৃতি বিভিন্ন রকম অনুষ্ঠান চলতে থাকে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দাস, নন্দিতা হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের অন্যতম কর্তা এবং শিক্ষক সৌরভ দে মহাশয়। শিক্ষামূলক নাটকের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।