|
---|
আসিফ আলম, মুর্শিদাবাদ :
অপসংস্কৃতি নয় চাই সুস্থ সংস্কৃতি ও বিনোদন।
মানুষ যখন অপসংস্কৃতিতে লিপ্ত, তখন তাদের মধ্যে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য গতকাল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তামাদ্দুন ও অনন্য শিল্পী গোষ্ঠীর পরিচালনায় অনুষ্ঠিত হয় “সেরা বিনোদন 2019” নামে একটি অনুষ্ঠান।
উপচে পড়া জনতার ভিরে ওপার বাংলা থেকে আগত শিল্পী আমিরুল মোমিন মানিক তার বিভিন্ন সঙ্গীত পরিবেশনার মাধ্যমে মানুষের মন জয় করে ফেলেন। এছাড়াও তামাদ্দুন শিল্পী গোষ্ঠী তাদের বিভিন্ন সঙ্গীত পরিবেশনা ও কার্যকলাপের মাধ্যমে মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতির বার্তা ছড়িয়ে দেন। শেষের বেলাই পরিবেশিত হয় নাটক যার মাধ্যমে দেশের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওপার বাংলার বিখ্যাত অভিনেতা আব্দুল গনী বিদ্বান, এপারের শিল্পী নূর আলম, , সাদিকুর রহমান, শেখ খায়রুজ্জামান সহ বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানে ছিলেন পদার্থবিজ্ঞানী রাকিবুল ইসলাম সহ আরো বিশিষ্ট ব্যক্তিগন।