রামকৃষ্ণ বিবেকানন্দ সাধনা আশ্রম কাশীনগরে পালিত হল এক সুসজ্জিত সাংস্কৃতিক অনুষ্ঠান

নবাব মল্লিক,রায়দিঘী :

    দক্ষিণ ২৪ পরগণা জেলার রায়দিঘী থানার কাশীনগরে রামকৃষ্ণ বিবেকানন্দ সাধনা আশ্রমে পালিত হল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে লোকজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি মূলত একটি স্কুলের পোগ্রাম হলেও স্থানীয় জনগণ, অভিভাবক ,অভিভাবিকাদের সহযোগিতায় অনুষ্ঠানটি এক অন্য মাত্রা পেয়েছে।
    আজ অনুষ্ঠানের প্রথম দিনে বাচ্চাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় ভালো হাতের লেখা, সুন্দর ব্যবহার প্রভৃতি ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করা হয়।
    এক একান্ত সাক্ষাৎকারে স্কুলের প্রধান শিক্ষিকা আমাদেরকে জানিয়েছেন যে “বিগত ৩৫ বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে, অনুষ্ঠানে বাচ্চাদের পুরষ্কার প্রদানের পাশাপাশি যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছে তাদের ও পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান করা হয়।”
    এলাকার স্থানীয় বাসিন্দারা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে খুশিতে মাতোয়ারা। স্কুলের খুদে পড়ুয়ারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে স্কুলে প্রবেশ করে। তাদের এবং শিক্ষখ শিক্ষকা গণের একান্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরোও সৌন্দর্যায়িত করে তুলেছে।