|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, কেশপুর: পুরুনবেড়িয়া আমরা কজন এর পরিচালনায় সরস্বতী পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো।
এদিন সকাল থেকে পূজার্চনা ও পুষ্পাঞ্জলি দেওয়ার পর বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন অংক দৌড়, স্মৃতি দৌড়, 100 মিটার দৌড় , শঙ্খ বাজানো, পাসিং দ্যা বল, সর্বসাধারণ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এছাড়াও এলাকার দুঃস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মদন মোহন খান, মুগবসান মুক্ত মঞ্চের সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ, শিক্ষক সীমা ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ডক্টর ফিরাজুদ্দিন মল্লিক, ডক্টর সেখ কমরুদ্দিন, ডক্টর সরফরাজ, কাজী আব্দুল মাবুদ, ক্লাবের সভাপতি অরিন্দম মিশ্র সহ বিশিষ্টরা।
সম্পাদক লোকেশ খান বলেন মানুষের পাশে দাঁড়ানোটা কর্তব্য। তাই আমরা এই পবিত্র দিনে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সামান্য কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।