|
---|
নিজস্ব প্রতিবেদক, খানাকুল: ১৪ ই ফেব্রুয়ারি রবিবার পুল ওয়ামার শহীদ দের স্মৃতি চারণ উদ্যেশ্যে হুগলী জেলার খানাকুল থানার রাধা বল্লভ পুর গ্রামে একটি মনোজ্ঞ অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি বিজয় কৃষ্ণ রায়, প্রধান অতিথি শ্রী নির্মল কুমার কর, সেকেন্ড অফিসার খানাকুল থানা, বিশেষ অতিথি ডাক্তার শ্রী দেবাশীষ দেবনাথ, আবৃত্তিকার তৃপ্তি কুন্ডু রায়, নাজিম উদ্দিন হাজারী, সম্পাদক শাশ্বত সু চেতনা গ্রামীণ পাঠাগার, শ্রী সুজিত খাঁড়া,, শ্রী সুশান্ত কুমার বেরা, শিক্ষাবিদ শ্রী স্বপন কুমার লাহা, প্রধান উদ্যোক্তা কৌশিক রানা প্রমুখ।
ভারতীয় সেনা বাহিনীর জওয়ান, প্রায় ৬০০ গ্রামবাসী , ২০০ জন ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৪৯ টি প্রদীপ জ্বালিয়ে শহীদ বেদীতে মালা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন বক্তা শহীদ দের স্মরণ করেন এবং ছাত্র ছাত্রীদের দেশ ভক্তির এবং চরিত্র গঠনের উপর জোর দেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র ছাত্রীদের খাতা কলম, কেক উপহার হিসাবে তুলে দেওয়া হয়। পাঠ করেন ডাকি সুজিত খাড়া।