যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় মালদা শহরের ফোয়ারা মোরে পালিত হল রাখি বন্ধন উৎসব ও সংস্কৃতি দিবস

নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: মালদা জেলা প্রশাসন এবং ইংরেজবাজার পৌরসভার সহযোগিতায় মালদা জেলা যুব কল্যাণ ও কিরা দপ্তরের ব্যবস্থাপনায় মালদা শহরের ফোয়ারা মোরে পালিত হল রাখি বন্ধন উৎসব ও সংস্কৃতি দিবস ২০২০।করোনাভাইরাস মোকাবেলায় এবার কারো হাতে রাখি বেঁধে নয় পথ চলতে মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেই পালিত হল রাখি বন্ধন উৎসব।

    সকাল দশটা নাগাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করে তারপর প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, উত্তরবঙ্গ ক্রীড়া দপ্তর এর সদস্য প্রসেনজিৎ দাস, ইংরেজবাজার পৌরসভা প্রশাসক বোর্ডের সদস্য দুলাল সরকার সহ অন্যান্য অতিথিরা।

    অনুষ্ঠান মঞ্চ থেকে অতিথিরা বক্তব্য মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতার বার্তা দেন।প্রত্যেকে যাতে মাস্ক পড়েন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত মোছা এছাড়া সামাজিক দূরত্বকে মেনে চলার বার্তা দেন।অবশেষে পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন অনুষ্ঠান মঞ্চে আসা অতিথিরা।