|
---|
নিজস্ব সংবাদদাতা: বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন সিভি আনন্দ বোস। তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান কেন্দ্র করে রাজভবনে ছিল জোর প্রস্তুতি।এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরো অন্যান্যরা।রাজ্যপালের জন্য মোট ১০০ টি রসগোল্লা নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর দুটি নীল সাদা হাঁড়িতে ১০০ টি রসগোল্লা রাজ্যপাল কে উপহার দেন মুখ্যমন্ত্রী।