|
---|
নিজস্ব সংবাদদাতা, কেশপুর,পশ্চিম মেদিনীপুর……পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কেশপুর থানার সহায়তায় কেশপুর ব্লকের ঝেঁতলা গ্রাম পঞ্চায়েত এলাকাধীন ঝেঁতলা বাজারে ঐক্য সম্মিলনী,ঝেঁতলা-র সর্বাঙ্গীন ব্যবস্থাপনায় আজ বিকেলে সাইবার ক্রাইম সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন কেশপুর থানার আধিকারিক সাব ইন্সপেক্টর প্রভাত চৌধুরী, ঝেঁতলা গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা সামন্ত, ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী করুণাসিন্ধু দণ্ডপাট, মন্তা ডিজিটাল-র সম্পাদক সরেফুল আলম,পুলিশ কর্মী অর্চনা হেমরম, তাইজুদ্দিন পুরকায়েত ও পশ্চিম মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
কেশপুর থানার আধিকারিক প্রভাত চৌধুরী তাঁর বক্তব্যে সাইবার ক্রাইমের বিভিন্ন কৌশল ও তার থেকে পরিত্রাণের উপায় নির্দেশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঐক্য সম্মিলনী-র সম্পাদক মানস কুমার চৌধুরী ।
এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জনমানসে ছড়িয়ে দেবার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ঐক্য সম্মিলনী-র উপর দায়িত্ব দেবার জন্য পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরপর আধঘন্টা সময়ব্যাপী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন-র দ্বারা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাইবার ক্রাইমের নিত্যনতুন ধারা ও তা থেকে বেরিয়ে আসার পথনির্দেশ করা হয়।
উপস্থিত অতিথি তথা ঐক্য সম্মিলনী -র অন্যতম সদস্য প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী মহাশয় তাঁর বক্তব্যে শিশু কিশোর কিশোরী যুবক যুবতীদের এদিনের আলোচ্য সূচি তুলে ধরে সাইবার ক্রাইমের শিকার থেকে কিভাবে রক্ষা করা যায় , তার জন্য দায়িত্ব নিয়ে বোঝানোর অঙ্গীকার করেন।অপর অতিথি করুণাসিন্ধু দণ্ডপাট তাঁর বক্তব্যে মানুষকে সচেতন করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন।মন্তা ডিজিটালের সম্পাদক সরেফুল আলম তাঁর বক্তব্যে সাইবার ক্রাইমের বিভিন্ন বিপদ নিয়ে উপস্থিত দর্শকদের সচেতন করেন।
ঝেঁতলা বাজারে অনুষ্ঠিত এই বিশেষ সচেনতা শিবিরে পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।অল্প সময়ের মধ্যে আড়ম্বরহীন অথচ মনোজ্ঞ ও যথাযথ আয়োজনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঐক্য সম্মিলনীকে আসন্ন শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
ঐক্য সম্মিলনী-র পক্ষে উপস্থিত ছিলেন সদস্য শ্যামসুন্দর বেরা, রাজীব কালসা, বিকাশ চৌধুরী, অমিয় সেন, অজিত রাউৎ, পলাশ মণ্ডল, সুদীপ চক্রবর্তী প্রমুখ।
আয়োজকদের পক্ষে অনুষ্ঠানের সভাপতি তথা ঐক্য সম্মিলনী-র কার্যকরী সভাপতি শিবপ্রসাদ সেন জানান,” মাত্র কয়েক ঘণ্টা নোটিশে এমন আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য ঐক্য সম্মিলনীর সমস্ত সদস্যবৃন্দকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেইসাথে ধন্যবাদ জানাই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন ও কেশপুর থানার আধিকারিকদের। যাঁরা আমাদের উপর ভরসা রেখেছেন। শ্রদ্ধা জানাই উপস্থিত দর্শকসাধারণকে।
আমরা আশা করছি, আজকের এই সচেতনতা শিবির এলাকায় বিশেষ সাড়া ফেলবে। “পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনেও ভালো কাজের প্রচার ও প্রসারে ঝেঁতলা ঐক্য সম্মিলনীর উপর দায়িত্ব অর্পণ করা হবে বলে ঘোষণা করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক তথা সমাজকর্মী স্নেহাশিস চৌধুরী।