সামাজিক সুরক্ষা যোজনার প্রচারে সমুদ্র তট থেকে পাহাড়, সাইকেল যাত্রা

সাইমুন রাসেল,গঙ্গাসাগর :কাকদ্বীপ শ্রমদপ্তরের উদ্যোগে গঙ্গাসাগর থেকে দার্জিলিংয়ের সান্দাকাফু পর্যন্ত সামাজিক সুরক্ষা যোজনার প্রচারে ঐ দপ্তরের আধিকারিক মৃণাল কান্তি অধিকারী সাইকেল যাত্রা শুরু করল। সমুদ্রতট থেকে পাহাড় পর্যন্ত সামাজিক সুরক্ষা যোজনা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রচার ও সাধারণ মানুষ সেই পরিষেবা গ্রহণ করতে পারে তারই এক উদ্যোগ। গঙ্গাসাগর থেকে সান্দাকাফু পর্যন্ত প্রায় সাড়ে নয়শো কিমি রাস্তা তিন সপ্তাহে অতিক্রম করবেন।  এদিন গঙ্গা সাগর কপিল মুনির মন্দির এর সামনে সাইকেল যাত্রা শুভ সূচনা করেন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিম হাজরা। উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া, কাকদ্বীপ মহকুমা শ্রমদপ্তর অ্যাসিস্ট্যান্ট কমিশনার হীরালাল পান, গঙ্গাসাগর দিগন্ত প্রদীপ ক্লাবের সম্পাদক শেখ আয়নাথ আলী। উপস্থিত সবাই মৃণাল কান্তি অধিকারের উদ্যোগকে অভিনন্দন জানায় এবং তার যাত্রার শুভ কামনা করেন। সেই সাথে সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায় মৃণাল কান্তি অধিকারকে একটি শংসাপত্র প্রদান করেন।