সাইক্লোন ‘অশনি’ ধেয়ে আসছে তাই কোনও ঝুঁকি না নিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করল কলকাতা এবনহ হাওড়া পুরসভা

নিজস্ব সংবাদদাতা : সাইক্লোন ‘অশনি’ ধেয়ে আসছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করল কলকাতা এবনহ হাওড়া পুরসভা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এই সাইক্লোন উত্তর-পশ্চিমের দিকে এগোচ্ছে৷ গত ৬ ঘণ্টায় জলভাগের ওপর গতি বাড়িয়েছে অশনি সাইক্লোন৷ এই মুহূর্তে জলভাগের ওপর ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোবে৷ অশনি মোকাবিলায় চালু হয়েছে কন্ট্রোল রুম। কলকাতা এবং দুই ২৪ পরগণায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভায় ৪৮ ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার আশঙ্কা। কলকাতা-সহ উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।এ দিকে ১০-১২মে পর্যন্ত ছুটি বাতিলের ঘোষণা করেছে হাওড়া পুরসভা। ১০-১২মে হাওড়া পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। হাওড়া পুরসভার কন্ট্রোল রুম নম্বর ৬২৯২২৩২৮৭০ (6292232870) এবং ৬২৯২২৩২৮৭১ (6292232871)।