|
---|
নিজস্ব সংবাদদাতা :ঘূর্ণিঝড় মোকা এখন অতীত, আসছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয়।
আরব সাগরের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে বিপর্যয়।
পরবর্তী আগামী ৩৬ ঘন্টায় আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বিপর্যয়। মৌসুম ভবন সূত্রে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এদিন সকালে গোয়া থেকে ৮৪০ কিলোমিটার দূরে অবস্থান ছিল ঘূর্ণিঝড় বিপর্যয়ের। এছাড়া মুম্বাই থেকে ৮৭০ কিলোমিটার দূরে অবস্থান ছিল এই ঘূর্ণিঝড়ের।
তবে শুধু ভারত নয় পাকিস্তানেও প্রবল প্রভাব পড়তে পড়ে ঘূর্ণিঝড় বিপর্যয়ের। এই ঘূর্ণিঝড় এর প্রভাবে ইরান ও ওমানের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল তাই জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার কথা বলা হয়েছে।