মায়ানমারে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোকা, ল্যান্ড ফল হওয়ার প্রক্রিয়া চলবে কয়েক ঘন্টা

নিজস্ব সংবাদদাতা :অবশেষে আছড়ে পরল ঘূর্ণিঝড় মোকা। মায়ানমারের সিতওয়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোকা। ২০০ কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় তাণ্ডব চালাচ্ছে। এই প্রসঙ্গে আরো জানা গেছে ল্যান্ড ফল হওয়ার প্রক্রিয়া বেশ কয়েক ঘন্টা ধরে চলবে। মায়ানমার উপকূল ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    কক্সবাজার পায়রা বন্দর, সেন্ট মার্টিন চট্টগ্রাম, সহ আরো কিছু এলাকায় তান্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় মোকা। স্থানীয় প্রশাসন থেকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল স্থানীয় বাসিন্দাদের, উপকূলবর্তী এলাকা থেকে দ্রুত স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

    সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের জন্য খোলা হয়েছে ত্রাণ শিবির, শুকনো খাবার ও জল তাদের মধ্যে বিতরণ করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।