আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়, ‘মোকার ল্যান্ড ফল কোথায়? নজর রাখছে আবহাওয়া দপ্তর

নিজস্ব সংবাদদাতা :বাংলা এবং ওডিশার দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘মোকা’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে , আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা একটি ঘূর্ণিঝড়ের। এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে সেই বিষয়ে এখনও আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আগামী ৬ মে অর্থাৎ শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গপোসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ৭ তারিখ তা নিম্নচাপে পরিণত হতে পারে সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ আবার ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর ৯ মে ক্রমশ শক্তি বাড়িয়ে নিয়ে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি। শেষ কোথায় ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের এবং তা কতটা শক্তিশালী হতে পারে , তার দিকে নজর রাখছে আবহাওয়া দপ্তর।