দাবি সপ্তাহ পালন রামপুরহাটে, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- করোনা পরিস্থিতিতে মানুষের জীবন জীবিকা সহ বহু ক্ষেত্রে স্বাভাবিক ছন্দ হারিয়ে গেছে।ধীরে ধীরে সমস্ত কিছুর ক্ষেত্রে সচলতা এলেও বাদ সেজেছে শিক্ষা প্রতিষ্ঠান ও লোকাল ট্রেন।এনিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্দোলন ও সংগঠিত হয়েছে।অনুরূপ ভাবে কোভিভ বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালুর দাবিতে আজ রামপুরহাট এর পাঁচ মাথায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি একটি পথসভার আয়োজন করে।

    সেখানে স্কুল খোলার দাবিতে পথ সভার পাশাপাশি পথ চলতি মানুষদের স্বাক্ষর সংগ্রহ করা হয়। পথ সভায় বক্তব্য রাখেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,বাঞ্ছারাম মাল,সুবর্ণ মাল, প্রসেনজিৎ সিংহ,ফজর আলী প্রমুখ। এদিন সমিতির পক্ষ থেকে দাবি তোলা হয় পূজোর ছুটির পর নয়, অবিলম্বে কোভিড স্বাস্হ্যবিধি মেনে স্কুলে পঠন পাঠন চালু করতে হবে।বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন জানান, ৬ থেকে ১২ আগষ্ট সারা বাংলা জুড়ে স্কুলে পঠন পাঠন চালুর দাবিতে দাবি সপ্তাহ পালন করা হচ্ছে।আজ তার ই অংশ হিসেবে এই পথসভা, আগামী ১২ই আগষ্ট পর্যন্ত বীরভূম জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হবে সংগঠনগত ভাবে।