|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বাবা হলেন বিরাট কোহলি, শুরু হল বিরুষ্কার নতুন ইনিংস। সোমবার ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুখবর জানান ভারত অধিনায়ক বিরাট কোহলি। মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। বিরুষ্কার কন্যা সন্তানের জন্মের পরেই তাঁদের অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের পাশাপাশি দুই তারকার সহকর্মীরাও তাঁদের ভালোবাসা জানাতে শুরু করেন। সম্প্রতি এক খ্যাতনামা জ্যোতিষী দাবি করেন, বিরুষ্কার সংসারে আসতে চলেছে ফুটফুটে কন্যা সন্তান। জ্যোতিষীর ওই দাবি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যম জুড়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। এবার সেই জল্পনাকে সত্যি করেই বিরাট-অনুষ্কার জীবনে এল তাঁদের রাজকন্যা।
সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল শুরুর আগে ২৭ অগাস্ট সাত সকালে ভক্তদের সুখবরটা দেন ভারত অধিনায়ক বিরাট কোহলিই। তিনি জানান, ২০২১ সালের জানুয়ারি মাসেই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসেন বিরাট কোহলি। ২০১৭-র ডিসেম্বরে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাঁদের প্রেম, রোম্যান্স, বিয়ে, দাম্পত্য সবই ছিল লাইমলাইট-এ সেলেব্রিটি কাপল হিসাবে তাঁদের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সোমবার দুই থেকে তিন হলেন, এবার বিরুষ্কার নতুন ইনিংস শুরু।