বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চেতনামঞ্চ ও দাদা পীরের ভক্ত মুরিদদের যৌথ উদ্যোগে অবস্থান বিক্ষোভ

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চেতনামঞ্চ ও দাদা পীরের ভক্ত মুরিদদের যৌথ উদ্যোগে অবস্থান বিক্ষোভ
নতুন গতি, হুগলি: চেতনামঞ্চ ও দাদা পীরের ভক্ত মুরিদদের যৌথ উদ্যোগে আজ বৃহঃবার দুপুর ২ টায় ফুরফুরা দরবার শরীফের অন্যতম বয়োজ্যেষ্ঠ পীর হজরত ইব্রাহীম সিদ্দিকী আলকোরাইশী সাহেব CAA, NPR, NRC ও জামিয়া, আলিয়া, জে এন ইউ সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ও ফুরফুরা শরীফের পীরমহলে পুলিশি হেনস্তার প্রতিবাদে “অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভের সূচনা করেন। তিনি অবস্থান বিক্ষোভের সূচনা করে বলেন, বর্তমান সময়ে যে ফ্যাসিষ্ট সরকার সংবিধানকে অবমাননা করে অসংবিধানিক আইন তৈরি করে বলেছেন তাঁর বিরুদ্ধে জাতী-ধর্ম-বর্ণ-নির্বিশেষে এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থান বিক্ষোভে অংশ গ্রহণ করে বুঝিয়ে দিতে হয়ে আমরা ভারতীয় নাগরিক অসংবিধানিক CAA আইন মানছিনা মানবোনা এবং তিনি রাজ্য সরকারকে বিধানসভায় CAA আইনের বিরুদ্ধে বিল পাশ করার কথা বলেন এবং স্বাধীন ভারতে ফুরফুরা শরীফের পীর মহলে পুলিশি হেনস্তায় তীব্র নিন্দা করে বিচার বিভাগীয় তদন্তের দাবী জানাই।
উক্তসভায় উপস্থিত বিশিষ্ট লেখক মানিক ফকির বলেন, কোনো মতেই রাজ্যে NPR,NRC ও CAA লাঘু করতে দেওয়া যাবেনা কারণ উক্ত আইন সংবিধান বিরোধী ও তিনি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের পুলিশি নির্যাতনের তীব্র ভাষায় নিন্দা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেতনামঞ্চের রাজ্য কনভেনার সুদর্শন বোস ও দলিত আদীবাসী মঞ্চের নেতা পাগান মুর্মু সকলেই CAA নামক কালা কানুনকে সংবিধান বিরোধী ও দেশের পক্ষে বিপদজনক বলে মন্তব্য করেন।