|
---|
নিজস্ব প্রতিবেদক:- সম্পত্তি বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হল দাদা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু বৌদির। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুই ভাইয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিস।পুলিস সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর থানার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এক কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল দেবাশীষ পোড়ের সঙ্গে তাঁর ছোট দুই ভাই আশীষ পোড়ে এবং দেবানন পোড়ের। শনিবার ভোরে সেই বিবাদ চরমে পৌঁছয়। অভিযোগ, দুই ভাই ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দাদা ও বৌদির উপর। এলোপাথারি কোপাতে থাকে তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদা দেবাশীষের। দেবাশীষের স্ত্রী পলি পোড়েকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় পলির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক দুই ভাই। তাঁদের খোঁজে তল্লাশির পাশাপশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।