|
---|
সংবাদদাতা, ফারাক্কা : মুর্শিদাবাদ জেলার ফারাক্কার আলিনগরের হায়াত মেডিকেযারে কিডনির জটিল রোগ সমস্যা সমাধানের জন্য এক উন্নততর অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তির ডায়ালিসিস মেশিনের স্থাপন করা হলো আনুষ্ঠানিকভাবে । উল্লেক্ষ হায়াত মেডিকেয়ার দুস্থ ও অসহায় রুগিদের পাশে সবসময় যেমন বিনামূল্যের চিকিৎসা শিবির সহ রোগের পরীক্ষা নিরীক্ষা ঔষধ,ফ্রী সার্জারী ক্যাম্প,ফি মুকুব চিকিৎসার ও বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়ে থাকে দুস্থ অসহায় রুগিদের। হায়াত মেডিকেয়ার শুধু অর্থ উপার্জনে নয় সু চিকিৎসার ক্ষেত্রে সমাজিক দায়বধ্যতার প্রতি প্রধান উদ্দেশ্য নিয়ে পথ চলা শুর করেছিল কয়েকজ চিকিৎসকের মিলিত প্রয়াস ।
ডায়ালসিস করতে আগে এই এলাকার রুগিদের মালদা জঙ্গিপুর বহরমপুর রামপুরহাটে যেতে হতো। এখানে হওয়াতে এলাকার অনেকেই খুশি।