|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: শনিবার রাজ্যে মোটের ওপর স্থিতাবস্থা জারি রইল করোনা সংক্রমণে। খুব বদলাল না দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে একলাফে প্রায় ৫০ শতাংশ বেড়ে দৈনিক মৃত্যু পৌঁছল ১৫য়।
শনিবারের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫০ হাজারের অনেক কম। মাত্র ৪৫,৭০১টি নমুনা পরীক্ষা হয়েছে এদিন। তার মধ্যে ৭৪৯ জন সংক্রমিতের খোঁজ মিলেছে। উত্তর ২৪ পরগনায় ফের সংক্রমণ ১০০ ছুঁইছুঁই। কলকাতায় ৬৬, দার্জিলিংয়ে ৫৭। রাজ্যে মোট সংক্রমণ বেড়ে হয়েছে ১৫.৩৩ লক্ষ।
এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। ৫ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,২১৭। শুক্রবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ৯ জনের।
এদিন সুস্থ হয়েছেন ৭৯১ জন। অ্যাক্টিভ কেস কমেছে ৫৭টি। অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৫৮৫। সুস্থতার হার ৯৮.১২ শতাংশ। সংক্রমণের হার ১.৬৪ শতাংশ।