|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার : বাংলায় সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উত্তর থেকে শুরু করেন,চার দফা নির্বাচন পার করে এবার দক্ষিণে শুরু হবে ভোট গ্রহণ। লোকসভা ভোটে শেষ দফায় রাজ্যের মোট ৯ কেন্দ্রে ভোট,বেশির ভাগ কেন্দ্রেই হাইভোল্টেজ। ফলে শেষ দফার ভোট প্রচারে সুর আরও ছড়াচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের হয়ে ,পাহাড় থেকে সমতল প্রচার করে এবার ১জুন ভোট সমাপ্তি,তার আগে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা তে ঝাঁপাতে শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দলীয় সূত্রে জানা যায় শনিবার থেকে লাগাতার শুরু করলেন ৬টি রোড শো ও জনসভা করবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ২৯ তারিখে জনসভায় থাকার কথা আছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে কপাট হাট থেকে এম বাজার পর্যন্ত নির্বাচনী মেগা রোড শো করলেন।শেষ পর্বের ভোটে তিলোত্তমায় ঝড় তুলতে চিরচেনা ভঙ্গিতে নেমে পড়েছেন অভিষেক বন্দোপাধ্যায় মেগা রোডশো। দলীয় সূত্রে খবর, জনসভার বদলে রোড শো থেকেই বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যান তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সেই চেনা ভঙ্গিতে প্রচারের শেষ মুহূর্তে ঝড় তুলতে নামছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি। ডায়মন্ড হারবার লোকসভাতে অভিষেক এর গড়ে ডায়মন্ড হারবার রাস্তায় অভিষেক এর রোড শো মানেই জনজোয়ার নজরে পড়ে। আবারও সেই চেনা ছবি দেখা গেলো ডায়মন্ড হারবার রাস্তায়। প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় সহ এই রোড শোতে উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ,জেলার মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাস,ব্লক ১ পূর্ত কর্মধ্যক্ষ সন্দীপ সরকার,ব্লক ২ সভাপতি অরুমোয় গায়েন,ব্লক ১ যুব সভাপতি গৌতম অধিকারী,ব্লক২ পূর্ত কর্মধ্যক্ষ অভিষেক ব্যানার্জী, ব্লক ২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, পৌরসভার যুব সভাপতি সৌমেন তরফদার সহ ডায়মন্ড হারবার বিধানসভার সকল নেতৃত্ব রা। অভিষেক বন্দোপাধ্যায় এই রোড শো থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক কর্মকাণ্ড নিয়ে গর্জে উঠলেন। এবং ডায়মন্ড হারবার লোকসভা নিজ সংসদীয় এলাকায় রাস্তা,হসপিটাল সহ অসংখ্য উন্নয়ন করেছেন সেই বিষয়ে বলতে ভোলেনি। লোকডাউন এর সময় দলীয় কর্মী সমর্থকদের মাধ্যমে অসহায় মানুষের মুখে তখন অন্য তুলে ধরা ও তাদের পাশে থেকে ছিলেন ,তখন বিরোধী দলের কোন নেতা খুঁজে পাওয়া যায়নি। তাই এই উন্নয়ন কে সামনে রেখে এই উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে এলাকার মানুষের কাছে তৃতীয় বারের জন্য রাজ্যে ৪২ জন প্রার্থীদের মধ্যে সব থেকে বেশি ভোটে জয়ী করার আহ্বান করেন।