ডায়মন্ড হারবার বন্ধের প্রভাব কিছুটা হলেও আবারও স্বাভাবিক জান চলাচল ছিল।

বাইজিদ মণ্ডল,ডায়মন্ড হারবার : নবান্ন অভিযানে ছাত্রদের উপরে পুলিশি অত্যাচারের অভিযোগ এনেই আজ, বুধবার ১২ ঘণ্টা ডাক দিয়ে ছিল বিজেপি। ভোর ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ পালন করা হবে বলেই জানিয়ে ছিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিন সকাল ৬ টা থেকেই শিয়ালদাহ দক্ষিণ শাঁখা রেল অবরোধ কর্মসূচি শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি এলাকার নেতৃত্ব রা বলেন, অত্যাচারী মমতা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে, তারপরও গদি ছাড়ছেন না। আমরা শান্তিপূর্ণভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতিবাদ চালিয়ে যাব। ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ডায়মন্ড হারবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ভাবে না চললেও বিকাল থেকে বেসরকারি বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক শুরু হয়। ডায়মন্ড হারবার এ তেমনটা প্রভাব পড়ে নাই। সকাল থেকে বেসরকারি বাস পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ না হলেও বিকাল থেকে স্বাভাবিক ভাবে চলা শুরু হয়। সরকারি বাস হাতে গোনা। সকাল থেকে বিকাল পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহের দক্ষিণ শাখায়। লক্ষ্মীকান্তপুর,মথুরাপুর ও ডায়মন্ড হারবার লাইনের একাধিক স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে বনধ সমর্থকেরা। যার জেরে রেলের সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকেই ওই লাইনের একাধিক স্টেশনে ভিড় রেল যাত্রীদের। ট্রেন না পেয়ে অনেকেই সড়কপথে রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যের উদ্দেশে। ফলে বাস ও অটোতে অতিরিক্ত ভিড়। বিকাল থেকে আবারও স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়।