ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যেগে রক্তদান শিবির।

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার: শুধু খবর করা নয়, বছরভর বিভিন্নভাবে মানুষের পাশে থাকতে সচেষ্ট সাংবাদিকরা। গ্রীষ্ম শুরু হতেই চারিদিকে রক্তের সংকট। একফোঁটা রক্ত পেতে এই ব্লাড ব্যাঙ্ক থেকে ওই ব্লাড ব্যাঙ্কে ছুটতে হচ্ছে মুমূর্ষু রোগীর পরিবারকে। এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন সাংবাদিকরা। রবিবার ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মৃতির উদ্দেশ্যে ও ডায়মন্ড হারবার সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রুগীদের রক্তের প্রয়োজন মেটাতে অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে এই শুরু হয়। ডায়মন্ড হারবার (জেলা পরিদর্শন কুঠির)প্রেস কর্নারের প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান করেন প্রায় ৭৫ জন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে,মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ,স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,সরিষা মহিলা কলেজের রেজিস্টার সৈয়েদুর রহমান, ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক তথা সমাজসেবী সামিম আহমেদ,জেলা মহিলা সভানেত্রী মনমোহানি বিশ্বাস,ডায়মন্ড হারবার থানা ও মহিলা থানার পুলিশ প্রশাসন,সহরার হাট নার্সিংহোমের কর্ণধার জাহিরুল ইসলাম, কুলপি বিধায়ক যগরঞ্জন হালদার,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস এছড়াও বারুইপুর প্রেস ক্লাব,রায়দিঘি প্রেস ক্লাব,ও মগরাহাট প্রেস ক্লাবের বহু সদস্য ও ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সকল সিনিয়ার ও জুনিয়ার সদস্য বৃন্দ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের চঞ্চালনা করে শিক্ষিকা মৃতা কাঞ্জি।এই রক্তদান কর্মসূচি সফল করতে এবং সকল সংবাদিকদের উৎসাহ দিতে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ছিলেন,স্থানীয় দলীয় নেতৃত্বদের মারফত। এদিন সেই শুভেচ্ছা বার্তা পাঠ করেন মৃতা কাঞ্জি।এ প্রসঙ্গে রক্তদান শিবিরে উপস্থিত স্থানীয় বিশিষ্ট মানুষজন সকলে জানান, ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ প্রতি বছরই গ্রহণ করা হয়। স্থানীয় মানুষ হিসেবে এখানে বেশ কিছু জন তারা রক্তদান করতে এসে খুবই গর্ব অনুভব করছেন বলে জানান।রক্তদানের মতো সামাজিক কাজে অংশ নেওয়ার মধ্যে একটা আলাদা মানসিক তৃপ্তি রয়েছে। ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সম্পাদক নকিব উদ্দিন গাজী বলেন, শুধু রক্তদান নয়, সারা বছরই এই প্রেস কর্নারের পক্ষ থেকে আমরা নানান সমাজসেবামূলক কাজ করে থাকি। করোনার সময় এই প্রেস কর্নারের পক্ষ থেকে এলাকার বহু গরীব দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হবে। তিনি আরও বলেন এই অনুষ্ঠান সফল করতে প্রত্যেক গুণীজনের একান্ত সহযোগিতা ছিল। তাদের মধ্যেও সর্বোপরি ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক তথা সমাজসেবী সামিম আহমেদ এর একান্ত সহযোগিতায় এমন একটা অনুষ্ঠান সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। উপস্থিত গুণীজনরা তাদের এই সমস্ত উদ্যোগই প্রশংসার দাবি রাখে।জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই রক্তদান উৎসব সমাপ্তি ঘটে।